Tuesday 15 January 2013

computer tips

হয়ে যান SUPER COMPUTER USER

পিসি চালানোর সময় আমাদের বেসির ভাগ ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ করতে হয় ।

কী বোর্ড এর shortcut গুলো জানা থাকলে কাজ করা যেমন তাড়াতাড়ি হয় তেমনি সহজও হয় । তো ………
আসুন জেনে নেই keyboard এর কিছু অতি প্রয়োজনীয় shortcut

F1 key ( সাহায্য পাওয়ার জন্য)
F2 key (রিনেম বা পুনর্নাম
নির্ধারন)
F3 key (সার্চ )
F4 key ( ঠিকানা বা এড্রেস বার
দেখা )
F4 key (সক্রিয়
তালিকা থেকে আইটেমগুলো দেখা )
F5 key ( রিফ্রেস/ বিদ্যমান
উইন্ডো আপডেট করা)
F6 key ( ডেস্কটপ বা বিদ্যমান
উইন্ডোর আইটেম গুলোতে ঘুরাফিরা করা)
F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য )
CTRL+A (একই উন্ডোর সবকিছু একসাথে বাছাই বা সিলেক্ট করার জন্য)
CTRL+C (কপি করুন)
CTRL+X (কাট করুন)
CTRL+V ( পেস্ট করুন )
CTRL+Z (আগের অবস্থায় ফিরে যান)
CTRL+SHIFT (শর্টকাট তৈরি করা)
CTRL+RIGHT ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের শব্দে নেয়া)
CTRL+LEFT ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের শব্দে নেয়া)
CTRL+DOWN ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের অনুচ্ছেদে নেয়া)
CTRL+UP ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের অনুচ্ছেদের প্রথমে নেয়া)
CTRL+TAB (বিদ্যমান
ট্যাবগুলো নড়াচড়া করা)
CTRL+ESC (স্টার্ট
মেনুতে ফিরে যাওয়া )
CTRL+SHIFT+TAB
(ট্যাব গুলোতে ঘুরাফিরা করার জন্য)
CTRL+SHIFT with any of thearrow keys
(টেক্সটকে হাইলাইট করা)
SHIFT+TAB ( অপশন গুলোর
পেছনে যাওয়া)
SHIFT with any of the arrow keys
( একই উইন্ডোতে একসাথে অনেক গুলো আইটেমকে বাছাই
বা সিলেক্ট করা)
SHIFT+DELETE (বাছাইকৃত
উপাদান গুলো permanently
মুছে ফেলা)
SHIFT+F10 ( বাছাইকৃত আইটেম গুলোর জন্য শর্টকাট মেনু দেখা )
ALT+ENTER ( বাছাইকৃত আইটেম এর প্রোপার্টিজ দেখা )
ALT+F4 ( চলমান কোন প্রোগ্রাম বা বিদ্যমান উইন্ডো বন্ধ করা )
ALT+SPACEBAR ( বিদ্যমান
উইন্ডোর শর্টকাট ওপেন করা )
ALT+TAB ( চলমান প্রোগ্রাম গুলোতে Move করা )
ALT+ESC ( চলমান প্রোগ্রাম গুলোতে ঘুরাফিরা )
ALT+SPACEBAR ( বিদ্যমান
উইন্ডোর জন্য সিস্টেম মেনু )
ALT+Underlined letter in a menu name
( সংশ্লিষ্ট মেনু দেখা )
Dialog Box (কীবোর্ড শর্টকাট)
BACKSPACE ( আগের মেনুতে ফিরে যাওয়া)
ESC ( সম্প্রতিক কাজ শেষ করা )
Accessibility Keyboard Shortcuts
HOME (সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
END ( সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
Windows Logo +U
(ইউটিলিটি ম্যানাজার অন করা )
SHIFT five times (স্টিকি কী অন বা অফ করা )
Right SHIFT for eight seconds( ফিল্টার
কী অন বা অফ করা )
Left ALT+left SHIFT+PRINT SCREEN
(হাই কন্ট্রাসট অন বা অফ করা )
Left ALT+left SHIFT+NUM LOCK
( মাউস কী অন বা অফ করা )
NUM LOCK for five seconds (টুগল কী অন বা অফ করা )

No comments:

Post a Comment